parbattanews

গুইমারায় বিজিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন আনসার ব্যাটালিয়ন

গুইমারা প্রতিনিধি:

পার্বত্য চুক্তির  ২১বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন এর উদ্যোগে আয়োজিত ভলিবল খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনসার ব্যাটালিয়ন।

সোমবার(৩ ডিসেম্বর) বিকেলে গুইমারা রিজিয়নের স্পোর্টস গ্রাউন্ডে শান্তি কনর্সাটের পূর্বে অনুষ্ঠিত খেলায় সেনা সার্জেন্ট হাবিবের পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন ও স্থানীয় জনতার দলসহ সর্বমোট ৪টি দলের অংশগ্রহণে খেলাটি শুরু হয়ে। সেনাবাহিনীকে, আনসার ব্যাটালিয়ন ২-০ ব্যবধানে, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি), স্থানীয় জনতাকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথম অধ্যায়ের খেলা শেষ করলেও ফাইনালে বর্ডার গার্ড বালাদেশ (বিজিবি) কে আনসার ব্যাটালিয়ন ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এসময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম খেলায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।এছাড়াও খেলায় অন্যান্যদের মধ্যে বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল হাই মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার ,সিন্দুকছড়ি জোন অধিনায়ক রুবায়েত মাহমুদ হাসিবসহ লক্ষীছড়ি, সেনা জোন অধিনায়ক, যামিনীপাড়া, পলাশপুর ও রামগড় বিজিবির জোন অধিনায়কগণ এবং গুইমারা ২২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক বিকাশ চন্দ্র দাশ, উপ অধিনায়ক সরফুজ্জামান ৬ আনসার ব্যাটালিয়নসহ খেলার মাঠে হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

Exit mobile version