parbattanews

গুইমারায় নিহত ইউপিডিএফ সংগঠক অংথুই মারমার শেষকৃত্য সম্পন্ন

খাগড়াছড়ির গুইমারায় বৌদ্ধধর্মীয় রীতিনীতি ও আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের নিয়ম অনুসারে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের গুইমারা শাখার আঞ্চলিক কমান্ডার নিহত অংথুই মারমা ওরফে আগুনের (৫২) শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের সদস্য ও সংগঠনের কর্মীরা যৌথভাবে উপজেলার যৌথ খামার এলাকায় (শ্মাশান) শেষকৃত্য সম্পন্ন করে।

এর আগে ইউপিডিএফ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নিহত অংথুই মারমার কফিনে পুষ্পমাল্য দিয়ে সমবেদনা জানানো হয়।

এসময় বিভিন্ন এলাকা থেকে আগত নিকট আত্মীয়, প্রতিবেশী ইউপিডিএফ সংগঠকসহ নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গুইমারায় অস্ত্রধারী সন্ত্রাসীদের দুই পক্ষের গুলিবিনিময়ের সময় শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার দেওয়ান পাড়া বৌদ্ধ মিশন এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের গুইমারা শাখার আঞ্চলিক কমান্ডার অংথুই মারমা ওরফে আগুন (৫২) নিহত হন।

নিহত অংথুই মারমা উপজেলার বুদং পাড়ার (যৌথ খামার) এলাকার কংহ্লাউ মারমার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন।

Exit mobile version