গুইমারায় মিধিলিসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
খাগড়াছড়ির গুইমারায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঘূর্ণিঝড় মিধিলি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০ পরিবার ও একটি প্রতিষ্ঠানকে বাসস্থানের ঘর মেরামতের জন্য ১২ বান্ডিল ঢেউটিনসহ নগদ ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের জন্য ১২ বান্ডেল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ৩৬ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চৌধুরী প্রমুখ।