গুইমারায় লোহার শিকল দিয়ে বাধা ইটভাটার দু‘শ্রমিক উদ্ধার, ম্যানেজার আটক

fec-image

বকেয়া মজুরির কারনে ইটভাটার কাজ না করায় প্রভাবশালী ভাটার ম্যানেজার লোহার শিকল দিয়ে বেধে রাখেন দুুুু‘জন শ্রমিককে।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় খাগড়াছড়ির গুইমারা ফোর স্টার ইটভাটায় এমন অমানবিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ ব্যবসায়ী তারেক, জালাল হোসেন এবং জনার্ধন সেনসহ মোট চার প্রভাবশালী ব্যবসায়ীর ফোর স্টার ইট ভাটায় মাটিরাংগা উপজেলার হেলাল মিয়া ও আলাল মিয়া দীর্ঘদিন কাজ করতো। বকেয়া বেতনের জন্য কাজ না করায় ম্যানেজার মাহবুব হোসেন লোহার শিকল পায়ে লাগিয়ে তাদের বেধে রাখেন।

পরিবারের লোকজন খবর পেয়ে ১৪ জন এলাকাবাসী নিয়ে ইট ভাটায় তাদের উদ্ধার করতে গিয়ে পায়ে শিকল বাধা অবস্থায় তাদের পায়।

এসময় সোহরাব হোসেন মোবাইলে ভিডিও ধারণ করলে ম্যানেজার মাহবুব তার মোবাইল ফোনটি জোর পূর্বক কেড়ে নেয়।ম্যানেজার ও তার লোকদের সাথে আটককৃতদের লোকজনের মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায়  মারামারি হয়।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক দু‘জনকে  উদ্ধার করেছে এবং এঘটনায় ১৪৩,৩২৩,৩৪২,৫০৬ধারায় ইট ভাটার ম্যানেজার মাহবুবের নামে মামলা রুজু করে তাকে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। গুইমারা থানার মামলা নং-২।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, আটক, গুইমারা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন