গুইমারায় শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করলো ইউপিডিএফ গণতান্ত্রিক

‘ঘন কুয়াশায় কনকনে শীতে কাঁপছে পাহাড়, শীতবস্ত্র হোক ভালোবাসার আরেক নাম মানবতার’ এই স্লোগানে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে গুইমারা বাজারে দুই শতাধিক হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় নেতা সুলেন চাকমা। এছাড়াও এসময় ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ইউপিডিএফ গণতান্ত্রিকের গুইমারা উপজেলার সমন্বয়ক সত্য জীবন দেওয়ান নবীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক সবিনয় চাকমা, বাইল্যাছড়ির পাড়া প্রধান পঞ্চ কুমার কারবারি, আমতলী পাড়া নারী কারবারি ম্রাপ্রু মারমা।
এ সময় বক্তারা জানান, আগামীতেও ইউপিডিএফ গণতান্ত্রিক আরো শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ব্যাগসহ শিক্ষা সামগ্রী বিতরণ করবে।