parbattanews

গুইমারায় সেনা পরিবার কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

গরীব,দুস্থ ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র বিতরন কালে মিসেস তামান্না শাহরিয়ার

এই কনকনে শীতে সকলেরই উচিৎ অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মন্তব্য করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামানের সহধর্মিনী ও সেপকস গুইমারা অঞ্চলের সহ সভানেত্রী মিসেস তামান্না শাহরিয়ার বলেছেন ,সকলে এগিয়ে আসলে কিছু মানুষ অন্তত তীব্র শীত থেকে মুক্তি পাবে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রিজিয়ন সদর দপ্তরে সেপকস কার্যালয় মাঠে জেলার গুইমারা, মাটিরাঙ্গা, সিন্দুকছড়ি ও হাফছড়ি এলাকা ৫০জন গরীব,দুস্থ ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় সেপকস গুইমারা অঞ্চলের সচিব ফারহানা ফারজানা, সিন্দুকছড়ি জোন অধিনায়কের সহধর্মিনী মেজর নাফিদাত হুসাইন, লক্ষ্মীছড়ি জোন অধিনায়কের সহধর্মিনী শাহিদা নাজনিন, বি.এম (ব্রিগেড় মেজর) এর সহধর্মিনী মেহেরুন আশরাফ ছন্দা, জি.টু.আই এর সহধর্মিনী শাহানা আক্তার’সহ’ সেপকস গুইমারা অঞ্চলের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version