গুইমারায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়া নামক এলাকায় শান্তিপরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম হতে খাগড়াছড়িগামী শান্তি পরিবহন (ঢাকা মেট্র-ব ১৪-০৮৮) এবং খাগড়াছড়ি হতে ঢাকা গামী কাভার্ড ভ্যান (ঢাকা মোট্রো-উ ১৪-১৮২০) বুদং পাড়া এলাকা অতিক্রম করার সময় উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক মো. শহীদল ইসলাম (৩৭) , এর মাথায় গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা সংকটাপন্ন দেখে প্রাথমিক চিকিৎস শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ তরা হয়। চট্টগ্রম নেওয়ার পথে বিকাল ৩টায় মানিকছড়ি এলাকায় মারা তিনি মারা যান। নিহতের লাশ মানিকছড়ি হাসপাতালে রয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। নিহত শহিদের বাড়ি চট্টগ্রাম জেলার সিতাকুণ্ডের বাঁশবাড়িয়া বলে জানা গেছে।
অপর দিকে শান্তি পরিবহনের বাসের চালক মো. কাঞ্চন মিয়া (৩৫) মাথায় আঘাত পায়। তাকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়াও আরও ১ জন সামান্য আঘাত পায়। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাড়ি উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
গুইমারা থানা অফিসার ইনচার্জ মো. রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় গুইমারার বুদংপাড়ার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জনের মধ্যে চট্টগ্রাম হাসপাতালে নেয়ার সময় এক জন মারা গেছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’