parbattanews

গুইমারায় ৪৯০ লিটার চোলাই মদসহ দু’জন আটক

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৪৯০ লিটার চোলাই মদ সহ দু’জনকে আটক করা হয়েছে। আটক সুমন দাস (৪০) চট্রগ্রাম জেলার বাশঁখালী পূর্ব চেচুলিয়া এলাকার সন্তোস দাসের ছেলে।অপরজন চালক হারুন (২৮) ফটিকছড়ি ভুজপুর থানার মোহাম্মদপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর পাচঁটার দিক খাগড়াছড়ি থেকে চট্রগ্রামগামী একটি বাস গুইমারা ডাক্তার টিলা এলাকায় আসার পর যৌথবাহিনী তল্লসী করে ১৭টি ক্রেটের ভিতর রাখা ৪৯০টি স্যালাইনের প্যাকেটে ৪৯০ লিটার চোলাই মদসহ সুমন দাস ও চালক হারুনকে আটক করা হয়েছে।

গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃতরা লকডাউন উপেক্ষা করে পাচঁ হাচার টাকায় একটি বাস রিজার্ব করে।ওই বাসে রবিবার রাতে ৪৯০ লিটার চোলাই মদ, চট্রগ্রামে নেওয়ার উদ্দেশ্যে লোড করে। সোমবার ভোরে খাগড়াছড়ি থেকে চট্রগ্রমে যাওয়ার পথে গুইমারায় ডাক্তার টিলা এলাকায় আসার পর নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয় ।এ ঘটনায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের নামে গুইমারা থানায় মামলা দায়ের হয়েছে।

Exit mobile version