parbattanews

গুইমারায় ৪ শতাধিক অসহায় ব্যক্তির মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ির গুইমারায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে ৪৫০ জন স্থানীয় পাহাড়ি-বাঙালিদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে গুইমারা শহীদ লে. উচ্চ বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র ছাড়াও জনকল্যাণমূলক এ কর্মসূচির অংশ হিসেবে সেলাই মেশিন, সোলার, ঢেউটিন, হুইল চেয়ার, কম্বল, জ্যাকেট, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন।

এসময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন এলাকার উন্নয়নে সকলকে শান্তি-সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিজিয়নের জি.টু.আই মেজর মেহেদী হাসান, বিএম মেজর মো. খালেদ মাহমুদ, ডি.কিউ মেজর আব্দুল্লাহ আল ফরহাদ, সিন্দুকছড়ি জোনের উপ- অধিনায়ক এ.কে.এম ফয়সালসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version