parbattanews

গুইমারা সরকরি কলেজে সেনাবাহিনীর সহযোগীতায় ‘অন্বেষা’ গ্রন্থাগার উদ্বোধন

গুইমারা প্রতিনিধি:

গুইমারা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও সেনাবাহিনীর সহযোগীতায় কলেজে ‘অন্বেষা’ নামে একটি গ্রন্থাগার উদ্বোধন করা হয়।

সোমবার (২৫ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে সিন্দকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, গুইমারা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়, গুইমারা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি একেএম সাজেদুল ইসলাম বলেছেন, পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে সরকারকে সহযোগীতা করছে।  পার্বত্যাঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয়দের একান্ত সহযোগীতায় কলেজটি প্রতিষ্ঠিত হয়।

Exit mobile version