গুজব ছড়িয়ে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবেন না: ওয়াদুদ ভূইয়া

fec-image

গুজব ছড়িয়ে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, পাহাড়ি বাঙালি মিলেমিশে শান্তি-সম্প্রীতি পরিবেশ ধরে রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাহাড়ি-বাঙালি ঐক্যের বিকল্প নেই। বিভেদ হানাহানি না করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পাহাড়কে অশান্ত করবেন না।

জনমনে স্বস্তি ফেরাতে ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ি বাঙালি সম্প্রদায়কে মিলে মিশে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কোন ধরনের গুজব ছড়াবেন না। ফেইসবুকে ফেইক বা মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না করতে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন,পতিত সরকারের দোসররা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। পাহাড় সমতলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালিয়ে আবার তাদের শাসন, লুটপাট, ধোঁকাবাজি এবং গুম খুন, হামলা, মামলার রাজত্ব কায়েম করার ষড়যন্ত্র করছে।

ওয়াদুদ ভূইয়া বলেন, পলাতক শেখ হাসিনার আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত করার যে ষড়যন্ত্রের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে সকলে সজাগ থাকতে হবে। দেশবিরোধী আওয়ামী লীগের মিথ্যা, অসত্য ও উসকানিমূলক অপ-প্রচারের ফাঁদে পা না দেওয়ার জন্যে সকল ধর্ম-বর্ণের মানুষকে অনুরোধ জানিয়ে বলেন,পাহাড়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।

সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিতে কোন সম্প্রদায়কে নিয়ে কটূক্তি, উসকানি, বিভ্রান্তিকর পোস্ট বা কমেন্ট করে পরিস্থিতি ঘোলাটে না করার জন্য সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দকে সজাগ থাকার অনুরোধ ওয়াদুদ ভূইয়া।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন