গুণী শিক্ষক সম্মাননা পেলেন রাঙামাটি’র ইফফাত জাহান


৫ই অক্টোবর’২০২৫ বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলার শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফফাত জাহানকে শিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে উসমানী স্মৃতি মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয়েছে।
তিনি ২০২৫ সালে উপজেলা, জেলা, বিভাগ পেরিয়ে প্রাথমিক শিক্ষা বিভাগে (সাধারণ) পর্যায়ে ” গুণী শিক্ষক-২০২৫ ” নির্বাচিত হয়েছেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১২ জন শিক্ষককে এ বছর গুণী শিক্ষক সম্মননা দেওয়া হয়েছে।
গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আবরার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরী ও মাদ্রাসা বিভাগের শিক্ষা সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, হেড অব ইউনোস্কো ঢাকা অফিস ড: সুসান ভাইজ এবং ডিরেক্টর জেনারেল অব আইসিসকো ড: সেলিম এম আল মালিকসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। তিনি বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৫’-এর আলোকে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্তরের ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তারা নিজ নিজ ক্ষেত্রে সকল শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন।
জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় এ বছর প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছিল। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ১২ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।
গুণী শিক্ষিকা ইফফাত জাহান বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের একজন সঞ্চালক ও কথিকা শিল্পী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত জীবনে তিনি রাঙামাটি জেলার বর্ষিয়ান রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা মরহুম বদিউল আলমের কনিষ্ঠ কন্যা এবং রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সচিব মু. শাব্বির আহমদের সহধর্মিনী। তাদের দুই কন্যা সন্তান ইয়াশনা আহমেদ ও ইয়াশফা আহমেদ রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এর ছাত্রী। তিনি ২০০৭ সালে প্রাথমিক শিক্ষা বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করেন।

















