গুমের শিকার খাগড়াছড়ির পাহাড়ি নেতা মংসাজাই চৌধুরীর ৩২তম স্মরণসভা

fec-image

গুমের শিকার খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকার জননন্দিত ব্যক্তিত্ব ও সমাজসেবক মংসাজাই চৌধুরী’র ৩২তম স্মরণবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শহরের মিলনপুরস্থ ‘মারমা উন্নয়ন সংসদ (মাউস)’-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় মংসাজাই চৌধুরী’র জীবনের অসমাপ্ত চিন্তা ও দর্শনকে কাজে লাগিয়ে মারমা সমাজের নতুন প্রজন্মকে পথ চলার আহ্বান জানান।

‘মাউস’র কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মংসাজাই চৌধুরী’র সন্তান ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও ‘মাউস’র সাবেক কেন্দ্রীয় সভাপতি চাইথোঅং মারমা, সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মংক্যচিং চৌধুরী এবং মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ম্রাগ্য মারমা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ক্যজরী মারমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মংসাজাই চৌধুরী’র জীবন ও কর্ম নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন, বিশিষ্ট লেখক ও গবেষক অংসুই মারমা।

সভা শুরুর আগে মংসাজাই চৌধুরী’র প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি, প্রদীপ প্রজ্জলন ছাড়াও তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, গুইমারা অঞ্চলের দুটি মৌজার হেডম্যান ও গুইমারা বাজারের বাজার চৌধুরী মংসাজাই চৌধুরী ১৯৩৬ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৮৯ সালের ১৩ জানুয়ারি অজ্ঞাত দুর্বৃত্তদের দুই সহযোগীসহ গুমের শিকার হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, খাগড়াছড়ি, মংসাজাই চৌধুরী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন