গৃহবধুকে গলাকেটে হত্যা, আটক এক


বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড রাংগাঝিরি এলাকায় এক গৃহবধুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গৃহবধুর নাম তৈয়বা বেগম (৪৫)
সে বাইশারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাংগা ঝিরি নামক গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নিজ বসত বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে মগের ঝিরি নামক স্থানে। নিহত তৈয়বা বেগমের স্বামী সিরাজুল ইসলাম বলেন, তার স্ত্রী দুপুরবেলা ঘর থেকে বের হয়ে পার্শবর্তী এলাকা মগের ঝিরিতে তার গৃহপালিত গরু আনতে যায়। তিনিও তখন ঈদগড় বাজারে সাপ্তাহিক হাটে বাজার করতে যেয়ে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়।
বাড়ীতে ফিরে দেখে তার স্ত্রী বাসায় নেই। তখন সে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে তার ছোট ছেলে আনোয়ারকে সাথে নিয়ে এলাকায় খুঁজাখুঁজির এক পর্যায়ে মগের ঝিরি নামক স্থানে তার নিথরদেহ পড়ে থাকতে দেখে। গায়ে রয়েছে আঘাতের চিহ্ন, গলায় রয়েছ কাটা দাগ। চুরির চিহ্নসহ পুরো শরীর রক্তাক্ত।
কাগজি খোলা পুলিশ ফাঁড়ীর (ইনচার্জ) বোরহান উদ্দিন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্বার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত থাকার কারনে জনতা ফারুক আহামদ (৩৩) নামের এক যুবককে আটক করেছে। পরে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সে রাংগাঝিরি গ্রামের নুরুল কাদেরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো মাশরুরুল হক। তিনি আরো জানান, মামলার প্রক্রিয়া চলছে।