গোপনে নয়, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছি: লিজা

বছর খানেক আগে গোপনে বিয়ে করেছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা। তবে কণ্ঠশিল্পী লিজা জানান ‘গোপনে নয়, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছি।’
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে তিনি বিয়ের কাজ সেরেছেন বলে জানা গেছে।
গায়িকার বিয়ের খবর তার সহকর্মীদের অনেকেই জানেন। তবে এ বিষয়ে কিছুই জানাননি লিজা। অনেকটা চুপিসারে বিয়ে করে নিয়েছেন। শুধু তাই নয়, লিজার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সবুজকে দেখা যায়। এমনকি লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে সবুজ খন্দকারের সঙ্গে ছবি যুক্ত করে রেখেছেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। সবুজের আগের সংসারে স্ত্রী-সন্তান রয়েছে। তারপরও একটা সময় লিজা ও সবুজ প্রেমের সম্পর্কে জড়ান। তাদের দুজনকে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে।
২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এরপর ধারাবাহিকভাবে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন। তিনি এখন একটি সংগীত প্রতিযোগিতার বিচারক হিসেবেও কাজ করছেন।
লিজা নিজের বিয়ে প্রসঙ্গে আরও বলেন, সবুজ অনেক ভালো একজন মানুষ। আমার কাছের অনেক মানুষই তার কথা জানেন। সবাই দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি।