গ্রেনেড হামলার প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগস্ট) পজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনেরর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেমং মারমার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মেমং মারমা,সহ-সভাপতি সমিরন পাল, উপজেলা ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।