parbattanews

ঘাগড়া বন স্টেশন থেকে দুই তক্ষক পাচারকারী আটক

রাঙামাটি ঘাগড়া বন স্টেশন হতে ২৬ তক্ষক পাচারকালীন যৌথবাহিনীর হতে দু’ই পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ডিসেম্বর) রাত ১০টায় প্লাস্টিকের ৬টি বোতল ভর্তি করে ২৬টি তক্ষক নিয়ে পাচার করার সময় গোপন সূত্রে খবর পেয়ে যৌথবাহিনী পাচারকারীদের আটক করে।

পাচারকারী মাহামুদ মুছা মিয়া(৪৫), পিতা- মো. শহিদ উল্লা, সাং ওনদা মিয়াপাড়া, কোতালিয়া, রাঙামাটি ও রুহুল আমিন(৩২) পিতা,-মো. মতিউর রহমান, সাং-কোতালিয়া, রাঙামাটি।

দক্ষিণ বন বিভাগের ঘাগড়া স্টেশন কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক জানান, ৩ বেঙ্গল এর সহযোগিতায় পাচারকারীদের আটক করে হয়েছ। এবং দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামান শাহ (ডিএফও)‘র নির্দেশ মোতাবেক বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করে শুক্রবার (৩ডিসেম্বর) বিকাল ৩টায় রাঙামাটি আদালতে চালান করা হয়।

Exit mobile version