ঘুমধুমে উপজাতি দুই যুবকের বিরুদ্ধে বাঙালি যুবতীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে দুই উপজাতি যুবকের বিরুদ্ধে বাঙালি এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আংগামুরং পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ধর্মজিৎ সিংহ বলেন, ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার বাক প্রতিবন্ধী কন্যা ছায়া (ছদ্মনাম) ২১, প্রতিদিনের মত বুধবার গরু চরাতে যায়। ওইদিন বিকেল ৫টায় মিয়ানমারের ওপার থেকে আসা দুইজন উপজাতি যুবক একা পেয়ে ছায়াকে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। তাৎক্ষণিক ঘুমধুম তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহ’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং স্থানীয় জনতার সহযোগিতায় অভিযুক্ত জীবন তঞ্চঙ্গ্যা (২০) নামের এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত জীবন তঞ্চঙ্গ্যা হেডম্যান পাড়ার মংসু তঞ্চঙ্গ্যার ছেলে। অপর অভিযুক্ত নুনু তঞ্চঙ্গ্যা (২৫) পালিয়ে যায়। সে একই এলাকার মৃত মংচানু তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই উপজাতি যুবক নিয়মিত মিয়ানমারে আসা যাওয়া করেন। মিয়ানমারের জান্তা সরকার বিরোধী গোষ্ঠী আরাকান আর্মির জন্য নিয়মিত পণ্য সরবরাহ করেন এবং ওপার থেকে ইয়াবা-তরল মাদকসহ নিষিদ্ধ মালামাল আনতেন। বুধবারও পণ্য সরবরাহ করে ফিরে আসার পথে এমন জঘন্য ঘটনার জন্ম দেন।

এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা রুজু হয়েছে।একজনকে গ্রেফতার করা হয়েছে। ভু্ক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন