ঘুমধুমে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুমন বড়ুয়া (৪৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।

গ্রেফতার সুমন বড়ুয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজা পালং ভালুকিয়া ফৈজ্যার বাপের পাড়ার অনিক বড়ুয়ার ছেলে। সে বতর্মানে মংজয় পাড়া থাকে বলেও জানা গেছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত সুমন বড়ুয়া ভুক্তভোগী নারী কল্পের (২৩) (ছদ্মনাম) বসতঘরে অবৈধভাবে প্রবেশ করে মুখ চেপে ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে তার শয়ন কক্ষে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় মামলা করেন। ঘটনার পরপর থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বান্দরবান কোর্টে পাঠিয়ে দেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ধর্মজিত সিংহ বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বান্দরবান কোর্টে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডিএনএ টেস্টের জন্যে পাঠানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গ্রেফতার, ঘুমধুম, ধর্ষণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন