parbattanews

ঘুমধুমে ছেলেধরা গুজব প্রতিরোধে জনসচেতনতা মুলক প্রচারণা

ঘুমধুমে ছেলেধরা গুজব প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারণা

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়ন পরিষদে কল্লা কাঁটা-ছেলে ধরা গুজব প্রতিরোধে জনসচেতনতা মুলক এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়ন পরিষদ আয়োজিত সভায় সাম্প্রতিক সময়ে আলোচিত পদ্মা সেতুতে মানুষের কাঁটা মাথা লাগানোর গুজব বিষয়ে ব্যাপক সচেতনতামূলক আলোচনা করা হয়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী। এতে ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুর হোসেন সিকদার, ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, ইউপির সদস্য-সদস্যরা গ্রাম পুলিশ ও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপরোক্ত গুজবে কান না দিতে সকলের প্রতি সর্তক হওয়া এবং সন্দেহজনক বিষয়ে পুলিশের নিকট অবগত করার আহবান জানান। এ সময় ঘুমধুমে জনসচেতনামূলক প্রচারণাও করা হয়।

Exit mobile version