parbattanews

ঘুমধুমে বার্ষিক আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঘুমধুম প্রতিনিধি:

নতুন বছরের শুরুতে সারাদেশের ন্যায় উপজেলার সর্ব দক্ষিণ ইউনিয়ন ঘুমধুমে বার্ষিক আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ রবিবার(৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। তুমব্রু পশ্চিমকূল সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ।

তিনি বলেন, একজন ছাত্র শুধুমাত্র পড়ালেখায় ভাল করলে সে স্বয়ংসম্পূর্ণ ভাল হতে পারেনা। তাই পড়ালেখার সাথে সাথে খেলাধুলা পারদর্শী হতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। ওই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ঘুমধুম ইউনিয়নের ১২ বিদ্যালয় থেকে ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আন্তঃ প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে জাহাঙ্গীর আজিজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জহির আহমদ, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হামিদুল হক, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হেলাল উদ্দিন, বরইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্ণা রাণী, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ হোসেন, রেজুমগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার সিরাজুল হক, ১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহুল বড়ুয়া, স্বপন বড়ুয়া, ২নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাইয়িদ, বাইশফাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবাশ্বের, সহকারী শিক্ষক শুভাষ বড়ুয়া, মোহাম্মদ ইউনূছ, আব্দুর রহিম প্রমুখ।

সঞ্চালনা করেন রেজু ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন।

Exit mobile version