parbattanews

ঘুমধুমে ৭০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে সীমান্ত রক্ষিবাহিনী বিজিবি।

রবিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকের পর ১৭ ডিসেম্বর বিকেলে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট আইনে মামলা করেছে বিজিবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ৩৯ নম্বর পিলারের দক্ষিণে গর্জনবুনিয়া এলাকা হয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টহলে থাকা বিজিবি সদস্যরা অভিযান চালায়।

এ সময় দুই রোহিঙ্গা নাগরিককে আটকের পর তাদের কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- মোঃ আবদু সালাম (১৯)। তাঁর বাবার নাম আবদুল হালিম ও মোঃ পেঠান (১৮), পিতা মৃত আবদুল খালেক।

আটককৃতরা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩ এ বসবাসরত রোহিঙ্গা নাগরিক। অভিযানে নেতৃত্ব দেন ৩৪ বিজিবির নায়েক সুবেদার শহিদুল আলম।

Exit mobile version