ঘুমধুমে ৮শত পরিবারে টিসিবির পণ্য বিতরণ


নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা দুপুর ৪ টা পর্যন্ত ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩ জন ডিলারের মাধ্যমে মোট ৮শত পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। বিতরণকৃত পণ্যগুলো হল ২ লিটার সয়াবিন তেল ১টি, ২ কেজি মসুর ডাল ১ প্যাকেট ও ১ কেজি চিনি এক প্যাকেট যার নির্ধারিত মূল্য ৪২০ টাকা।
উক্ত কার্যক্রম উদ্বোধন করেন ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ । ইউপি চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিয়ে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব ও মেহনতী মানুষের সাথে সুখে-দুঃখে আছেন এবং থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিকুল ইসলাম, আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, গণমাধ্যমকর্মী মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।