ঘুমধুম সীমান্তের ওপারে আবারো মর্টার শেল বিস্ফোরণের শব্দ
বান্দরবান নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের মিয়ানমার কাঁটাতার ঘেঁষা বিজেপি ক্যাম্প থেকে থেমে মর্টার শেল ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল বলে জানিয়েছে বাংলাদেশ সীমান্তের তুমব্রু গ্রামের স্থানীয়রা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত এই গোলাগুলির শব্দ শোনা যায়।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ পার্বত্যনিউজকে জানান, মিয়ানমার সেনা ও তাদের বিদ্রোহীদের মাঝে চলমান যুদ্ধে আমার সীমান্তের মানুষ আতঙ্কিত থাকি। গত শুক্রবারও কোনার পাড়াতে তাদের একটি মর্টার শেলের গোলা এসে পড়ে। তাতে কোন মানুষের ক্ষয়ক্ষতি হয়নি তবে তাদের আরেকটি মর্টারেলের গোলা পড়ে শূন্যরেখার আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিবিরে। যেটি বিস্ফোরিত হয়ে এক রোহিঙ্গা মৃত্যু হয় এবং ৫ জন গুরুতর আহত হয়। সেদিনের প্রেক্ষাপটে এখনো মর্টার শেলের আওয়াজ শুনলে এলাকার মানুষ আতঙ্কিত থাকে।
তিনি আরো বলেন, সীমান্তের বাসিন্দাদের কোথায় এবং কীভাবে নিরাপদ স্থানে নিতে হবে সেটি দেখতে গতকাল বান্দরবান জেলা প্রসাশক ইয়াছমিন পারভীন তিবরীজি ও পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রসাশনের কর্মকর্তারা সীমান্ত পরিদর্শনে এসেছিলেন।
সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য কখন এবং কোথায় সরানো হবে মর্মে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জানান, যাদের দূরে আত্নীয়স্বজনদের বাড়ি আছে হয়তো বেশ কয়েকজন ওই মুখি হবে। আর যাদের যাওয়ার কোন জায়গা থাকবে না তাদেরকে সীমান্ত থেকে ৫ থেকে ৬ কিলিমিটার দূরে কয়েকটি দোতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাবে যদি সরকারিভাবে আদেশ হয় বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য যে, সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।