parbattanews

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত এড়াতে রেডক্রিসেন্টের মাইকিং রোয়াংছড়িতে

রোয়াংছড়ি রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট কর্মীরা বিভিন্ন এলাকায় ঘুরে মাইকিং করে

বান্দরবানের রোয়াংছড়িতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত এড়াতে সাধারণ জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে ও সতর্ক থাকতে রোয়াংছড়ি উপজেলায় মাইকিং করছে রেডক্রিসেন্ট সোসাইটি’র ইউনিট কর্মীরা।

শনিবার (৯ নভেম্বর) বেলা ২টার দিকে রোয়াংছড়ি রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট কর্মীরা বিভিন্ন এলাকায় ঘুরে মাইকিং করে। বৈরী আবহাওয়া ও ঘূর্নিঝড় বুলবুলের আঘাত হানতে পারে। এ আঘাত থেকে রক্ষা পেতে সরকারি ও বেসরকারি সংস্থানে কর্মকর্তারা সকলকে পূর্বপ্রস্তুতি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে রোয়াংছড়ি উপজেলা উপরিষদ কর্তৃক উপজেলা প্রশাসনের বুলবুলের মোকাবেলা করতে শুকনো খাবার ব্যবস্থা করে রাখা হয়েছে। সব ধরণের দুর্ঘটনা হাত থেকে বাঁচাতে সজাগ থাকার আহ্বান জানানো হয়। ঘূর্ণিঝড় এর পূর্বে নিরাপ স্থানে সরিয়ে যাওয়া ও যার যার এলাকায় বৌদ্ধ বিহার, শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজ ভবনগুলো প্রতিষ্ঠান প্রধানকে খোলা রাখার আহ্বান জানিয়েছেন।

Exit mobile version