ঘূর্ণিঝড় “মোখা”র মোকাবেলায় পানছড়ি উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

ঘূর্ণিঝড়“মোখা”র মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে পানছড়ি উপজেলা প্রশাসন।
পানছড়িতে বসবাসরত সর্বসাধারণের নিরাপদ আশ্রয় গ্রহনের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে মোট পাঁচটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যার মাঝে রয়েছে লোগাং বাজার উচ্চ বিদ্যালয়, চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, নালকাটা উচ্চ বিদ্যালয় ও উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়।
যে কোন দুর্যোগ বা দুর্ঘটনায় অস্থায়ী কেন্দ্রে আশ্রয় গ্রহন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।
তাছাড়া সার্বক্ষনিক যোগাযোগের স্বার্থে যে কোন তথ্য ও সহযোগিতার লক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দুর্যোগ ব্যবস্থা শাখায় একটি কন্ট্রোল রুম খোলা রয়েছে।
পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে ঘূর্ণিঝড় মোকাবেলায় পুলিশের বিশেষ টিম প্রস্তুত রয়েছে।