চকরিয়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে ঢেউটিন ও অর্থ প্রদান


কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ও ভেওলা মানিকচর ইউনিয়নের মুবিনপাড়া এলাকায় সম্প্রতি সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসন থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস,
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ ও জেলা মৎস্যজীবী দলের যুগ্নু আহবায়ক জাহেদুল ইসলাম জায়েদ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।