চকরিয়ায় কৃষকদের মাঝে সার-বীজ ও নারিকেল চারা বিতরণ


চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় সার-বীজ ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের আয়োজনে কৃষকের মাঝে এসব সার-বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া)।
আরো উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু, ডুলাহাজারা ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিরাজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment