চকরিয়ায় ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান
কক্সবাজারের চকরিয়ায় ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বদরখালী বাজার এলাকায় বিভিন্ন দোকান থেকে অন্তত ২শত কেজি পিপি ও পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় থেকে বেশকিছু নিষিদ্ধ কারেন্ট জালও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিন।
অভিযানের সময় চকরিয়া থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অভিযানের ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিন জানান, বর্তমান সরকার ঘোষিত সারাদেশে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণ করেছেন। এরই আলোকে সরকারী আদেশ অমান্য করে বদরখালী বাজারের বিভিন্ন দোকানে পলিথিন ও পিপি বিকিকিনি করায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ২টি মামলার বিপরীতে ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ২শত কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে বেশকিছু নিষিদ্ধ কারেন্ট জালও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।