চকরিয়ায় খাল থেকে কিশোরের লাশ উদ্ধার


কক্সবাজারের চকরিয়ায় মো: ইসমাইল (১৫) নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের ভাসমান লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বার ওয়ার্ডের ছাইরাখালী ভরাচর খাল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল পার্শ্ববর্তী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগাছড়ি বুড়ির দোকান এলাকার মো. বেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালের দিকে ইসমাইলকে স্থানীয় লোকজন ছাইরাখালী স্টেশন এলাকায় দেখতে পায়। পরে শোনা গেছে স্থানীয় ভরাচর খালে জেলেরা মাছ ধরার সময় ভাসমান এক কিশোরের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে কিশোর ইসমাইলের মামা আলী আহমদ ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
নিহতের মামা আলী আহমদ বলেন, আমার ভাগিনা মানসিক প্রতিবন্ধী। উত্তর বঙ্গের এক ব্যক্তির সাথে আমার বোনের বিবাহ হয়। এই ঘরের সন্তান ইসমাইল। জন্মের পর থেকে তার বাবা বেলাল উদ্দিনের খোঁজ নেই। তার মা পাহাড় থেকে লাকড়ি কুড়িয়ে বিক্রি ও শ্রমিকের কাজ করে সংসার চালায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খাল থেকে লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া নেয়া হবে বলে তিনি জানান।