উপকূলীয় মহাসড়কের পাশ থেকে

চকরিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

fec-image

কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে বুলবুল আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের উপজেলার ঈদমনি লালব্রিজ এলাকায় ওই নারীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূ বুলবুল আক্তার চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়া গ্রামের আবদুল গফুরের স্ত্রী।

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্থ লালব্রিজের অদূরে এবিসি আঞ্চলিক মহাসড়কের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকা রক্তাক্ত এক নারীকে দেখেন স্থানীয় লোকজন।

এরপর ওই নারীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে নিহত নারীর পরিচয় জানা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিহত নারীর ছবি ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন এসে তাঁর মরদেহ শনাক্ত করে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন মিয়া।

তিনি বলেন, ‘ওই নারীকে কে বা কারা ছুরিকাঘাত করে সড়কের ওপর রেখে গেছে। তাঁর পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ সড়কের পাশে কেউ রেখে গেছেন। নিহত নারীর পেটের দুই পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশের একটি টিম কাজ করছে বলে তিনি জানান।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন