চকরিয়ায় ছড়ার পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু


কক্সবাজারের চকরিয়ায় নদীর ছড়ার পানিতে ডুবে হুরে জান্নাত রাফি (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী ৯ নম্বর ওয়ার্ডের বাড়ির পাশে কালভার্টে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু রাফি ওই এলাকার মো: রাসেল উদ্দিনের কন্যা।
স্থানীয় মেম্বার জামাল উদ্দিন জানান, শনিবার সকালে রাসেলের কন্যা শিশু রাফি তার বাড়ি থেকে দাদার বাড়িতে যান। দাদার বাড়ি আর তাদের বাড়ি পাশাপাশি। দীর্ঘক্ষণ পর্যন্ত অতিবাহিত হওয়ার পরেও দাদার বাড়িতে না পৌঁছানোর সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশ্ববর্তী কালভার্টের নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।