চকরিয়ায় ছুরিকাঘাতে এক ভাই নিহত আরেক ভাই আহত

fec-image

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাইফুল ইসলামের ছেলে আবদুর রশিদ (১৮) একই এলাকার মৃত জাফর আহমদের ছেলে জুনাইদ হোসেন ওরফে সায়েম নামের এক যুবকের ছুরিকাঘাতে নিহত হন বলে খবর পাওয়া গেছে।

সায়েমের ছুরিকাঘাতে গুরুতর আহত হন নিহতের বড় ভাই তজুমউদ্দিন (২৫)। আগের দিন বিলে মাছ ধরার জাল চুরির ঘটনায় কথা কাটাকাটার জেরে বাড়িতে ঢুকে সায়েম ছুরিকাঘাতের এ ঘটনা ঘটায় বলে স্থানীয়রা জানিয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার বদরখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম ছনুয়াপাড়ার খালকাঁচা পাড়ায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের শিকার দুই ভাইকে প্রতিবেশিরা গুরুতর আহত অবস্থায় বদরখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রশিদকে মৃত্যু ঘোষণা এবং গুরুতর আহত তজুমউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিহত আবদুর রশিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্ত সায়েমকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন