চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

fec-image

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে।
বুধবার (২৮মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় পুষ্টি দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে র‍্যালী বের করা হয়।

র‍্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে দীপশিখা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: আরিফ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ ফেরদৌসি,

উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলম, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: ইয়াছিন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান,

বিএমচর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইসমাইল মানিক, কাকারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া সরকারি হাসপাতালের চিকিৎসক, সাংবাদিক, নার্সসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন