চকরিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধে জোড়া খুন

fec-image

কক্সবাজারের চকরিয়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে পৃথক ২টি হত্যার ঘটনায় গিয়াস উদ্দিন (৪০) ও হারুনুর রশিদ (৪৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার দিবাগত রাতে মাতামুহুরী ব্রীজ সংলগ্ন ছিদ্দিক ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে ও শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় পৃথক এ ২টি হত্যার ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চরের হাজিয়ান রোডের দীঘিরপাড় এলাকার গোলাম কাদেরের ছেলে। তিনি স্থানীয় একজন টমটম গ্যারেজ মালিক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চরের দীঘিরপাড় এলাকার গোলাম কাদেরের ছেলে ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৪৫) কে অপহরণের পর মাতামুহুরী ব্রীজ সংলগ্ন ছিদ্দিক ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যান দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ গরুচোর খ্যাত, অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত তৌহিদের সাথে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে। এরই জেরে পরিকল্পিত ভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করেছেন তারা। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন।

অপরদিকে, উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ভেরুয়াখালী পাড়া (খাসপাড়া) ছাবের আহমদের ছেলে হারুনুর রশিদ (৪৫) কে বসতভিটার সীমানা বিরোধ নিয়ে ফুফাতো ভাই শেখ আহমদের ছেলে খোকার ছুরিকাঘাতে ফুলতলা স্টেশন এলাকায় নিহত হন। নিহত হারুন ও শেখ আহমদ সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। ফুফাতো ভাইয়ের ছেলে ভাতিজা খোকার হাতে প্রাণ দিতে হলো চাচাকে। হারুনুর রশিদ পেশায় একজন সিএনজি চালক।

নিহতের নিকট আত্মীয় কাজল জানান, শনিবার সকাল থেকে বসতঘরের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে সকাল ১০টার দিকে দু’পক্ষের মাঝে সংঘর্ষ লেগে যায়। এতে হাতাহাতির একপর্যায়ে শেখ আহমদের ছেলে খোকা দেশীয় তৈরি ধারালো ছুরি দিয়ে চাচাকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা হারুনকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকরিয়া চকরিয়া থানা পুলিশের এস আই হাসপাতালে গিয়ে নিহত হারুনের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এদিকে, একই দিনে দুই খুনের ঘটনা নিয়ে পুরো উপজেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকান্ডে নিহত দু’পরিবারের স্বজনদের কান্না ও আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পৃথক দুটি ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এনিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, উপজেলায় একই দিনে ২টি হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ২টি ঘটেছে বলে ধারণা করে হচ্ছে। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি টিম মাঠে অভিযান শুরু করেছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন