চকরিয়ায় পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারের চকরিয়ায় পুরাতন বিমান বন্দর সড়কে পিকআপের চাপায় মোহাম্মদ জুয়েল (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।
শনিবার (২২ সেপ্টম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সমানে এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত জুয়েল চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ খোন্দকার পাড়া এলাকার মৃত শামসুদ্দীন পেশ কারের ছেলে ও আবুল খায়ের কোম্পানির এস আর পদে চাকরিরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালের দিকে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল নিয়ে মোহাম্মদ জুয়েল তার কর্মস্থল আবুল খায়ের কোম্পানির পেশাগত কাজে যাচ্ছিল। পথে মধ্যে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনে পৌঁছলে পেছন থেকে দ্রুতগামীর একটি ডাম্পার গাড়ি (মিনি পিকআপ) চাপা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি টিম পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এছাড়াও ঘাতক ডাম্পার গাড়িটি জব্দ করে থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।