চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

fec-image

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে সামির (১৩) ও ইসরাত (১২) নামে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।

পুর্ব বড় ভেওলা ইউপি’র প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ দুই শিশু শিক্ষার্থী পুকুরে ডুবে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তারা দু’জনেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

শনিবার (২নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ অলির বাপের পাড়া জামে মসজিদের পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী সামির ওই এলাকার স্বপনের ছেলে, অপর শিক্ষার্থী ৫ম শ্রেণির ছাত্র ইসরাত স্থানীয় সাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, শনিবার দুপুরের দিকে জোহরের নামাজের সময় মুসল্লীরা ওযু করতে গেলে পুকুর ঘাট সংলগ্ন পানিতে দন্ডায়মান অবস্থায় ভাসমান একজনকে উদ্ধার করা হয়। অপরজনকে পুকুরে জাল ফেলে উদ্ধার করা হয়েছে। পরে তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তাদের মৃত ঘোষনা করেন।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, অন্যদিনের মতো শনিবার দুপুরের দিকে মসজিদের পুকুরে গোসল করতে যায় সামির ও ইসরাত। তারা দু’জনেই খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। পুকুরে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দু’জনই সাঁতার জানতেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

একসাথে দু’জন কিশোরের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন