চকরিয়ায় পুলিশের ডেভিড হান্টের অভিযানে গ্রেপ্তার ১৬


কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ডেভিড হান্টের বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ও সন্দিগ্ধসহ ১৬ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর পর্যন্ত থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় ডেভিড হান্টের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
চকরিয়া থানার (ওসি) মো: শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.ইয়াছিন মিয়া, উপরিদর্শক (এসআই) ফরহাদ রাব্বি ইষান, এসআই সনজীব কুমার পাল, এসআই আবুল খায়ের, এসআই আব্দুল হান্নান,
এসআই রাজীব কুমার সাহা, এএসআ্ই পারভেজ মাহামুদ, এএসআই জসিম উদ্দিন, এএসআই দেব মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালায়। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে থানা পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরাজপুর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম (৩২),খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরগাহ পাড়া এলাকার মোহাম্মদ কালুর ছেলে মিজানুর রহমান (৩৪)
সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভিলিজার পাড়া এলাকার আমির হোসেনের ছেলে শহিদুল ইসলাম আজাদ (২৯), কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এসএমচর এলাকার মৃত এম এ রসিদের ছেলে অহিদুজ্জামান (৪৫), হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সালামের ছেলে জমির উদ্দিন (৫৫),
একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে জহিরুল ইসলাম মানিক (৩৭), চকরিয়া পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার সালাম মাষ্টার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে আব্দুল জলিল (৩৪), সুরাজপুর- মানিকপুর ইউনিয়নের ভিলিজার পাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আব্দুর রহিম (৫৩),
চকরিয়া পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্যারচর সিকদার পাড়া এলাকার মৃত নবাব মিয়ার ছেলে তৌহিদ হোসেন চৌধুরী (৫৪) লক্ষ্যারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষ্যারচর ছিকলঘাট এলাকার মৃত ইসমাইল চৌধুরীর ছেলে সোহরাব হোসেন প্রকাশ নান্নু মেম্বার (৪৫), চকরিয়া পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের
বিনামারা এলাকার মৃত সিরাজুল হকের ছেলে হেলাল উদ্দিন (৪৭), একই ওয়ার্ডের নিজপানখালী এলাকার আনন্দ বড়ুয়ার ছেলে বিপ্লব বড়ুয়া, চকরিয়া পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার এলাকার আবুল কাশেমের ছেলে হাসান আল বছরী (৪৭) ও একই পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার মৃত বীর ভদ্র বড়ুয়ার ছেলে বাবুল বড়ুয়া (৫৮)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, কক্সবাজারের পুলিশ সুপার মো: সাইফ উদ্দীন শাহীনের নির্দেশে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিড হান্টের বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ও সন্দিগ্ধসহ ১৬ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।