চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৩

কক্সবাজারের চকরিয়া থানার পাশ্ববর্তী প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযানে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে টাকাসহ লুন্ঠিত মালামালও উদ্ধার করা হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে চকরিয়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনাস্থ খোন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে মো. নয়ন চৌধুরী (৪৫), একই ওয়ার্ডের কবির আহমদের ছেলে মো. ইসমাইল (৩৫) ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মো. হানিফ (৪৩)।
পুলিশ জানায়, থানার বাউন্ডারি লাগোয়া ও পুলিশের চকরিয়া সার্কেল অফিসের সামনের প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে শনিবার ভোররাত আড়াইটার দিকে মুখোশ পরিহিত একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় দারোয়ান রবীন্দ্র দাশকে ছুরিকাঘাত ও হাত-পা বেঁধে ফেলে রাখার পর প্রবাসীর বাড়িতে ঢুকে পড়ে।
এ সময় প্রবাসীর স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, তাদের শরীরে থাকা তিন ভরি স্বর্ণালঙ্কার, ৪ ভরি রূপার অলংকার, দুটি মোবাইলসহ মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি সংঘঠিত হওয়ার ঘটনার ১৭ ঘন্টার মধ্যেই পুলিশ ঘটনাস্থলের আশ-পাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামীদের সনাক্ত করেন।
এ ঘটনার পরে পুলিশ ডাকাতদের ধরতে মাঠে নামে এবং থানা ও সার্কেল অফিসের আশপাশের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজ দেখে প্রথমে হানিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতিতে সম্পৃক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
চকরিয়া থানার অফিসার (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় স্ত্রী রুবী দাশ বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় গ্রেপ্তারকৃত তিন ডাকাতকে রোববার বিকেলে আদালতে উপস্থাপন করা হলে তাদের জেলহাজতে পাঠানো হয়।