চকরিয়ায় বনবিভাগের অভিযানে সরকারি বনভূমি উদ্ধার


কক্সবাজারের চকরিয়ায় বনবিভাগের অভিযানে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে গড়ে তোলা সাতটি বসতি উচ্ছেদ করে সরকারি বনভূমি উদ্ধার করেছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে উপজেলার সুরাজপুর-মানিকপুরে সংরক্ষিত বনবিটের শান্তিপুর নামক পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার মানিকপুর বিট কাম স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন, মানিকপুর ও ফাঁসিয়াখালী রেঞ্জের বিভিন্ন বনবিটের বিট কর্মকর্তা ও কর্মচারীরা এই অভিযানে অংশ নেয়।
কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন বলেন, সম্প্রতি সময়ে কতিপয় দখলবাজচক্র জড়ো হয়ে মানিকপুর বনবিটের অধীন সংরক্ষিত বনাঞ্চলের শান্তিপুর নামক পাহাড়ি এলাকায় সরকারি বনভূমি জবরদখল করে নেয়। পরে সেখানে প্লট ভিত্তিক বনভূমি বিক্রি করে কৌশলে অবৈধ স্থাপনা গড়ে তোলে। জবরদখলের বিষয়টি নিশ্চিত হয়ে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন বনকর্মীরা। এসময় অবৈধভাবে বনের ভেতরে জবরদখল করে সদ্য নির্মিত সাতটি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়। সরকারি বনভূমি জবরদখল টেকাতে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।