চকরিয়ায় বাগগুজারা পয়েন্টে প্রশাসনের অভিযান : স্যালোমেশিন ও ডাম্পার গাড়ি জব্দ
কক্সবাজারের চকরিয়ায় বালু মহলের ইজারাদারের উত্তোলনকৃত বালু লুট ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালু ইজারাদার বিএমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আবু ইউসুফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ইজারাদারের লুটকৃত বালু, অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও বালুভর্তি একটি মিনি পিকআপ (ডাম্পার) গাড়ি জব্দ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোনাখালী ইউনিয়নের বাগগুজারা ব্রীজের দক্ষিণে সরকারের ঘোষিত একটি বৈধ ভাবে বালু উত্তোলনের ইজারাকৃত পয়েন্ট রয়েছে। সম্প্রতি স্থানীয় কিছু দৃর্বৃত্তরা সন্ত্রাসী কায়দায় ইজারাকৃত বৈধ বালু মহল থেকে প্রতিনিয়ত বালু লুট করে নিয়ে যাচ্ছে। এছাড়াও অপর দুটি বালু পয়েন্ট থেকে দুর্বৃত্তরা দিব্যি অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে দুই উপজেলার মাতামুহুরী নদীর ওপর নির্মিত বাঘগুজারা ব্রীজ।
অভিযানের ব্যাপারে জানতে চাইলে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে কোনাখালী ইউনিয়নের বাগগুজারা ব্রীজ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও বালুভর্তি একটি মিনি পিকআপ (ডাম্পার) গাড়ি জব্দ করা হয়ে। প্রশাসনের চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।