চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


কক্সবাজারের চকরিয়ায় ধান মাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম মেদাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রমজান আলী মধ্যম মেদাকচ্ছপিয়া কালু সওদাগরের পাহাড় গ্রামের মৃত নুর আহমদের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করেন রমজান আলী। ওই সময় অসাবধান বশত ধান মাড়াইয়ের ফাঁকে আকস্মিক ভাবে বিদ্যুৎতের তারের সাথে সে জড়িয়ে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যান।
খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ বলেন, মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। সে এলাকার খুব ভালো ছেলে ছিলো। রমজানকে হারিয়ে পাগল প্রায় তার পরিবার।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা যাওয়ার বিষয়টি জেনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে বলে জানান তিনি।