চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মেশিন ও পাইপ জব্দ

fec-image

কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় একটি স্যালোমেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়। এছাড়াও চকরিয়া পৌরসভার গ্রামীণ ব্যাংকের মোড এলাকায় অভিযান চালিয়ে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ও নিত্যপণ্যে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানোর দায়ে বেশকিছু দোকানে ৫ মামলার বিপরীতে ১২ হাজার ৫শত টাকা অর্থদণ্ড জরিমানা করেছেন আদালতের ম্যাজিস্ট্রেট।

সোমবার (৪ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আবুল মনছুর, উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের ব্যাপারে চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আবুল মনছুর বলেন, উপ‌জেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করা হয়। এসময় অ‌বৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি স্যালোমেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়েছে। এছাড়াও গ্রামীণ ব্যাংকের মোডে অভিযানে চালিয়ে সরকার ঘোষিত দ্রব্যমূল্য স্থিতিশীল ও স্বাভাবিক পর্যায়ে রেখে সাধারণ মানুষের ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণ রাখতে অভিযান চালানো হয়। ওইসময় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ও নিত্যপণ্যে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানোর দায়ে বেশকিছু দোকানে ৫ মামলার বিপরীতে ১২ হাজার ৫শত টাকা অর্থদন্ড জরিমানা করা হয়েছে।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিন বলেন, চিরিংগা ইউনিয়নে কতিপয় অসাধু বালু ব্যবসায়ী মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে। এছাড়া বাজার মনিটরিংয়ের অংশ বিশেষ অভিযান চালিয়ে নিত্যপণ্যে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানোর দায়ে বেশকিছু দোকানে ৫ মামলার বিপরীতে ১২ হাজার ৫শত টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন