চকরিয়ায় শিক্ষার্থীদের রাস্তাপারাপারে সচেতন করছে হাইওয়ে পুলিশ


চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মহাসড়ক লাগোয়া স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এবং নিরাপদে সড়ক পারাপারের বিষয়ে উদ্বুদ্ধ করতে হাইওয়ে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে চকরিয়া উপজেলার উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভা করেছেন মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় নিরাপদে সড়ক পারাপারের বিষয়ে নানাবিধ পরামর্শ দিয়েছেন। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের আহবান জানিয়ে বলেন, আপনারা একটুখানি সজাগ ও সচেতন হলে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে বাড়ি ফেরা নিশ্চিত করা সম্ভব হবে। এইজন্য শিক্ষকরা চাইলে প্রতিদিন পাঠদানের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের সড়ক পারাপারের সময় গাড়ি চলাচলের বিষয়টি খেয়াল রাখার জন্য বলতে পারেন। তাতে করে শিক্ষার্থীরা সড়ক পারাপারের সময় সজাগ হবে। এতে দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পাবে।
সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরা নারগিস, নাসরিন আক্তার, আশরফা ছিদ্দিকা, রোমানা কাদের, হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আরিফুল আমিন বলেন, মতবিনিময় সভায় উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৫০ ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে আসার সময় ও ছুটির সময় কীভাবে সড়ক পারাপার হবে, সড়কে কীভাবে চলাচল করবে সেই ব্যাপারে প্র্যাকটিক্যালি শেখানো হয়েছে। পর্যায়ক্রমে মহাসড়ক লাগোয়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিরাপদে সড়ক পারাপারের বিষয়ে আমাদের এ উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত থাকবে।