চকরিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


রবিবার (১৫ জুন) বিকেলে কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় বদরখালী ইউনিয়নের আমিরখালী পাড়ার তালতলী এলাকার নারী-পুরুষেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। তাদের দাবি বদরখালীতে তুচ্ছ ঘটনার জেরে আবদুল হালিম (৫২) নামে এক মৎস্যচাষীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
এনিয়ে থানায় আবদুল হালিমের পক্ষে তার ছেলে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা দায়েরের পর পরিস্থতি আরো খারাপ হতে থাকে। অভিযুক্তরা এলাকায় ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছেন। এমনকি ফাঁকা গুলিবর্ষণ করে গ্রামে আতংক সৃষ্টি করছে বলে অভিযোগ করা হয়েছে। এতে গ্রামবাসী ও চিংড়ি চাষিরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অভিযুক্তরা গুদাম পাড়ার ছাবের বাহিনীর লোকজন বলে দাবি করছেন আবদুল হালিমের ছেলে ইউনুস।
এই মানববন্ধন থেকে হালিমকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য এলাকাবাসী, চিংড়িচাষি ও ঘেরমালিকরা দাবী জানিয়েছেন।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বদরখালীতে চিংড়ি চাষীকে হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।