চকরিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে মো. জাকের হোসেন হত্যা মামলার প্রধান আসামি আহাদ হোসেন বাবু (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর হারবাংস্থ আজিজনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আহাদ হোসেন বাবু উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের তেচ্ছিপাড়ার মৃত আবুল হাসেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর বিকেলে উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাকের হোসেনকে একদল দুর্বৃত্তরা তাকে হামলা চালায়। ওই সময় দুর্বৃত্তরা তাকে ঘিরে রেখে উপর্যুপরি ছুরিকাঘাত করে শরীরের বিভিন্ন জায়গায়। দুর্বৃত্তরা জাকেরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জাকের হোসেন পিতা বাদী হয়ে চকরিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
অভিযানে নেতৃত্বে দেয়া চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হাসান জানান, ডেমুশিয়া ইউনিয়নে ছুরিকাঘাতে নিহত জাকের হত্যার প্রধান আসামি হত্যা মামলার পর থেকে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের মাধ্যমে প্রধান আসামির খবর পেয়ে ওসি’র নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর হারবাংস্থ আজিজনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামি আহাদ হোসেন বাবু’র কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি (চাকু) উদ্ধার করা হয়েছে বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, ছুরিকাঘাতে নিহত জাকের হত্যা মামলার প্রধান আসামি আহাদ হোসেন বাবু’কে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।