চকরিয়ায় ২২ মামলার আসামী চেয়ারম্যান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় নানা ঘটনায় আলোচিত ২২ মামলার পলাতক আসামি সাহারবিল ইউপি'র সাবেক চেয়ারম্যান নবী হোছাইনকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার পরবর্তী চকরিয়া থানা পুলিশের একটি টিম তার দেয়া তথ্য ও স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী এক নলা বন্দুক, একটি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
সোমবার (১৭ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় নবী হোছাইনের নিয়ন্ত্রণাধীন কলোনির একটি বাসার বাথরুম থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ধৃত নবী হোছাইন সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোরালখালী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী হত্যা, ডাকাতি, পুলিশ এসল্ট ও গরু চুরিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী নবী হোছাইনকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশ গ্রেফতার করে। পরে তাকে চকরিয়া থানা হস্তান্তর করা হয়।
থানা পুলিশ তার দেয়া তথ্য ও স্বীকারোক্তি মোতাবেক সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় নবী হোছাইনের নিয়ন্ত্রণাধীন কলোনির একটি বাসার বাথরুম থেকে দেশীয় তৈরি একটি এক নলা বন্দুক, একটি এলজি ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। তার বিরুদ্ধে বিভিন্ন সংগঠিত ঘটনায় চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, হত্যা, ডাকাতি, পুলিশের উপর হামলা ও গরু চুরিসহ বিভিন্ন অপকর্মের হোতা এ নবী হোছাইন। অবশেষে ১৫ ফেব্রুয়ারী চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, তার স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে কোরালখালী এলাকার একটি কলোনী থেকে দেশীয় তৈরী দুটি বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে এ পর্যন্ত ২২টি মামলা রয়েছে। কিছু মামলায় জামিনে থাকলেও অধিকাংশ মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে বলে তিনি জানান।