চকরিয়া ডেভিল হান্টের অভিযান: ১৫ আ:লীগ নেতাকর্মী গ্রেপ্তার

সারাদেশব্যাপী পরিচালিত সন্ত্রাসী ও অপরাধীদের দমনে অপারেশন ডেভিল হান্টের অভিযানে চকরিয়া থানা পুলিশ ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে। গত দুই দিনে উপজেলার ও পৌরসভার কাউন্সিলরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ডেভিট হান্টের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিজবাহ উদ্দিন (২০), মোঃ সোয়াইবুর রহমান (৩৪), জুবাইদুর রহমান মিন্টু (৩৪), বেলাল উদ্দিন (৩৫), মো: রমজান আলী (২৮), নাঈমুল ইসলাম সাগর (৩০), তামিমুল ইসলাম (২৫), আনোয়ার হোসাইন (৫৩), আনোয়ার হোসাইন (৫৩), বেলাল উদ্দিন (৫০), ছরওয়ার কামাল (৪৫), শিব্বির আহমদ (১৯), নুরুল হাকিম প্রকাশ বাবু (২৮), রেজাউল করিম (২৮), রিশাদুল ইসলাম বাবু (২০)। ধৃতরা সবাই চকরিয়া থানার আওতাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, চকরিয়া উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ডেভিট হান্টের অভিযানে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে আটকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। ##

ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন