চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আইসিইউতে : সুস্থতা কামনায় দোয়া


ছবি : প্রতীকী
চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান ডেংগু আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পৌরসভা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে শহিদুল ইসলাম ফোরকানের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মহান আল্লাহপাকের দরবারে ফরিয়াদ করে বিশেষ মোনাজাত করেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহাম্মদ ইয়াহইয়া। আয়োজিত অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment