চকরিয়া সরকারি হাসপাতালে প্রসূতি সেবায় সাফল্য

fec-image

কক্সবাজারের চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে প্রসূতি মায়েদের স্বাস্থ্য সেবায় সিজারিয়ানে অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
চলতি মাসে সরকারি হাসপাতালে গত ২৫ মে, ২৭ মে ও ৩১ মে মোট ৩ জন প্রসুতি মায়ের জরুরি সিজারিয়ান সার্জারি মাধ্যমে সফলভাবে ডেলিভারি সম্পন্ন করতে সক্ষম হয়। হাসপাতালের ডেলিভারি টিম প্রাকৃতিক দুর্যোগের সময়ে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা অব্যাহত রাখেন।
এই দুর্যোগময় পরিস্থিতিতে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চকরিয়া সরকারি হাসপাতাল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে এবং হাসপাতালের দক্ষ গাইনী বিশেষজ্ঞ, মিডওয়াইফ ও নার্সিং কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টায় এই সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।
প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও হাসপাতালের ডেলিভারি টিমের পেশাদারিত্ব ও সুষ্ঠু ব্যবস্থাপনার প্রশংসা করে সংশ্লিষ্ট চিকিৎসক ও সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মোহাম্মদ জায়নুল আবেদীন। বর্তমানে হাসপাতালে প্রসূতি সিজারিয়ান মা এবং বাচ্চা সকলেই সুস্থ আছেন।
হাসপাতালে ডেলিভারি সিজারিয়ান অপারেশন টিমে ছিলেন গাইনী অবস্ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শামীমা সোলতানা, কনসালটেন্ট এনেসথেশিওলোজী ডা. মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ শাওন, আবাসিক মেডিকেল অফিসার ডা. অপু মজুমদার, মেডিকেল অফিসার ডা. ম্যাগডালিন ককসী, ওটি সহকারী আব্দুল আজিজ, মিডওয়াইফ জান্নাতুল নাঈমা।
সার্বিক সহযোগীতা ও তত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন।
তিনি বলেন,প্রাকৃতিক দূর্যোগকালীন সময়েও আমাদের চিকিৎসা সেবা চলমান আছে। দূর্যোগের দিনেও ১দিনে মোট ১২ টা নরমাল ডেলিভারিসহ মে মাসে সর্বমোট ১৭৮টি নরমাল ডেলিভারি সম্পন্ন করেন হাসপাতালের দক্ষ মিডওয়াইফ টিম।
গর্ভবর্তী মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, ডেলিভারির ব্যথা শুরু হলেই বা সময় হলেই সাথে সাথে সরকারি হাসপাতালে চলে আসুন। গর্ভবতী মায়ের সেবায় তাদের হাসপাতালের ডেলিভারি টিম সব সময় প্রস্তুত রয়েছে বলে তিনি বলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন